Thursday, August 28, 2014

ব্লগ সম্পর্কে কিছু কথা,,


ব্লগের প্রথম পোস্টে স্বাগতম।হঠাৎ করেই অনেকটা আবেগের বশেই ব্লগটা খোলা।চিন্তাটা ছিল পৌজান গ্রামের প্রতিটি মানুষের তিনটি করে ছবি এবং তার সম্পর্কে বিশেষ কিছু তথ্য দিয়ে সাজানো ডকুমেন্ট থাকবে আমার কাছে।অবসর সময়ে ঢু মেরে দেখা যাবে।তথ্যগুলো ইডিট করে প্রয়োজনমত যোজন বিয়োজন করা যাবে।আমিনের সাথে কথা বলার সময় এ বিষয়ে আলাপ করলাম।ও সাহায্য করতে চাইলো। পরে মনে করলাম ওয়েবেই রেখে দেই।সবাই ইচ্ছেমত তথ্য নিতে পারবে বা পরামর্শ দিতে পারবে।সে অনুযায়ীই এগুনো।এই ব্লগের মূল লক্ষ্য সূদুরপ্রসারী।গ্রামের লোকজনকে একীভুত করা এবং পূর্বপূরুষদের ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচিত করে তুলে ধরা।



1 comment: